বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

বিরলে শস্যকর্তনের উদ্বোধন করলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

বিরলে শস্যকর্তনের উদ্বোধন করলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥
বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরল কর্তৃক আয়োজিত বোরো মৌসুমের ব্রিধান ৮৮ এর শস্যকর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার বিরল ইউনিয়নের মোকলেছপুর গ্রামের ঢেলপীর ব্লকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে শস্যকর্তনের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম, সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান, বিএমডিএ চেয়ারম্যান ড. মোঃ আসাদ উজ জামান, নির্বাহী পরিচালক মোঃ তরিকুল আলম, কৃষি মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ খোরশেদ আলম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, কষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দীন, উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, বিএডিসি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) সৈয়দা সাবিহা জামাল, বিএমডিএ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিএমডিএ বিরল জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
এরপর তিনি স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে পদক্ষেপের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে তিনি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ এর গভীর নলকূপ সুপেয় পানি ও সেচ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS