বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৩ মামলার আসামি তারেক আটক

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৩ মামলার আসামি তারেক আটক

ইয়ানূর রহমান : যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৩ মামলার আসামি কাজী তারেক  আটক হয়েছে। তার বিরুদ্ধে মাদক, চোরাচালান, বিস্ফোরক, হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তিনি দক্ষিন-পশ্চিমাঞ্চলের চিহ্নিত হেরোইনকারবারী। আটককৃত কাজী তারেক যশোর সদরের শংকরপুর পশু হাসপাতালের পেছনের মৃত পিয়ারু কাজীর ছেলে।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, তার বিরুদ্ধে রয়েছে ১৯টি মাদক মামলা, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, ১টি খুন, ১টি অস্ত্র এবং ৪টি অন্যান্য মামলাসহ মোট ৩৩টি মামলা। এছাড়া তিনি ১৫টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে ছদ্দবেশে পলাতক ছিলো তারেক। দেড় মাস ধরে ছদ্ববেশে পুলিশ তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। সর্বশেষ বুধবার বেলা সাড়ে ১১ টায় যশোর এমএম কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, কাজী তারেক চলতি বছরের জানুয়ারিতে ভাইপো রাকিবকে গুলি করে  হত্যা চেষ্টার মামলারও অভিযুক্ত। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS