নিউ ইয়র্কে ক্ষমতায়ন উন্নয়ন প্রকল্পের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ইঙ্কর্পোরেটেড (ইডিপি) বা ক্ষমতায়ন উন্নয়ন প্রকল্প ইনকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) নিউ ইয়র্কের রেগো পার্কের একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের অবহেলিত নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তার মাধ্যমে দক্ষতা প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসায় ঋণ প্রদান, পেশাগত শিক্ষা এবং উদ্যোক্তা সহায়তা প্রদানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এ প্রতিষ্ঠানটি।
ইডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম অন্তরা জানান, প্রায় ১০ বছর আগে একটি সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে আমরা এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ইঙ্কর্পোরেটেড (ইডিপি) এর যাত্রা শুরু করেছিলাম। নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তার মাধ্যমে দক্ষতা প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসায় ঋণ প্রদান, পেশাগত শিক্ষা এবং উদ্যোক্তা সহায়তা প্রদানে সহায়তা প্রদান করে থাকি। আজ এ প্রতিষ্ঠানের দশম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত।
তিনি বলেন, নারীদের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা বাড়াতে সাক্ষরতা কর্মসূচি, বৃত্তি এবং নেতৃত্ব প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা সমাজ ও সরকারে সক্রিয় অংশগ্রহণ করতে পারে।
নারীদের স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য এবং পুষ্টি কর্মসূচিতে প্রবেশাধিকার উন্নত করার লক্ষ্যে আগ্রহী করে গড়ে তোলা। নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সহায়তা করা এবং লিঙ্গ সমতার পক্ষে নীতিমালার পরিবর্তনের জন্য প্রচারণা চালানো এবং সমবায় সমিতি, কৃষি কর্মসূচি এবং পরিবেশগত উদ্যোগের মাধ্যমে নারীদের নিজ নিজ সম্প্রদায়ের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করাই আমাদের মুল লক্ষ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেটের সিনেটর জন লিউ তিনি ইডিপির সাফল্য এবং কমিউনিটির উন্নয়নে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগমের অসামান্য অবদানের প্রশংসা করেন। নিউ ইয়র্ক সিটির মেয়র অফিসের পক্ষ থেকে ইডিপিকে একটি বিশেষ প্রক্লামেশন প্রদান করা হয়। একই সঙ্গে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমার ইডিপির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরেকটি প্রক্লামেশন প্রদান করেন।
এছাড়াও মেয়র অফিসের প্রতিনিধি এবং বিভিন্ন স্টেট ও সিটি অ্যাসেম্বলি থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইডিপির প্রতি সম্মান প্রদর্শন করেন।
অনুষ্ঠানে ইডিপির কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম ও প্রেসিডেন্ট এম এস আলম।
কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ, নিউ ইয়র্ক সিটি কাউন্সিল এবং স্টেট অ্যাসেম্বলি ইডপি-কে সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড প্রদান করে। এটি ছিল ইডিপির দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও কমিউনিটির সেবায় অবিচল নিষ্ঠার এক অনন্য স্বীকৃতি।
অনুষ্ঠানে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। এ্যাসেম্বলী প্রতিনিধি সাগির খান ইডিপিকে ফান্ডিং সহযোগিতার কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি বাংলা চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফ এবং তাঁর স্ত্রী। তাঁদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা ও উজ্জ্বলতা প্রদান করে।
শারমিন সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় এবং আশিকুর রহমান আশিকের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দ্রা রায়। তিনি বেশ কয়েকটি বাংলাদেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে দর্শকদের মন জয় করেন। আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে বলে উল্লেখ করেন আয়োজকবৃন্দ।