সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

নাচোলে বর্নিল আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ পালিত

নাচোলে বর্নিল আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্নিল আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাঙালি ঐতিহ্যের বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ পালিত হয়েছে। আজ ১লা বৈশাখে সোমবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসন, সাংবাদিক, পুলিশ, আনসার-ভিডিপি, সিভিল ডিফেন্স ও গ্রামবাংলার ঐতিহ্যবাহি গরুরগাড়ীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মুক্ত মঞ্চের সামনে মিলিত হয়। সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)রাজিয়া সুলতানা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। আনন্দ মঞ্চে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃিতিক অনুষ্ঠান পরিবেশীত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিন নাচোল সরকারি কলেজ, মহিলা কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, খ. ম. সরকারী উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়, বেগম মহশিন ফাজিল মাদরাসা, ১ও২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ইউনিয়ন পরিষদ, কলেজ ও বিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ পালিত হয়।

২০ বার ভিউ হয়েছে
0Shares