শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে ছাত্র শিবিরের বর্ণাাঢ্য র‍্যালী 

পটুয়াখালীতে ছাত্র শিবিরের বর্ণাাঢ্য র‍্যালী 

১৬ Views
পটুয়াখালী প্রতিনিধি।। বাংলাদেশ ছাত্রশিবির এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্র শিবির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহষ্পতিবার সকাল  ১০টায় বর্ণাঢ্য র‍্যালী পূর্ব পটুয়াখালী সরকারী কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্র শিবির এর সভাপতি মো. রাকিবুল ইসলাম নূরের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল মহানগর শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান, জেলা জামায়াতের সেক্রেটারী মো. শহিদুল ইসলাম কাওছারী, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. ইয়া হিয়া খান, সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম সোহাগ, জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী এ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম, সাবেক সেক্রেটারী মো. সাইদুর রহমান খান প্রমুখ। সভাশেষে কলেজ ক্যাম্পাস থেকে শহরে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে গিয়ে র‍্যালী শেষ হয়। এ র‍্যালীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রশিবিরের শত শত নেতা- কর্মী অংশগ্রহন করে। #
জালাল আহমেদ
Share This

COMMENTS