সিরাজগঞ্জে নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু 

সিরাজগঞ্জে নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু 
সিরাজগঞ্জ প্রতিনিধি  :  সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্যামলীপাড়া এলাকায় নির্মাণাধীন উল্লাপাড়া প্লাজায়  এদূর্ঘটনাটি ঘটে।  নিহতরা হলেন,উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, সাততলা ভবনে নির্মাণ কাজ করার সময় দুই শ্রমিক রশি ছিঁড়ে মাটিতে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। পরিদর্শক নিয়ামুল হক আরো বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS