মঙ্গলবার- ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পার্বতীপুরে নৃ-গোষ্টির বাসন্তী পূজা উপলক্ষে একটি ঢাক ও কাশি পূজা কমিটির নিকট প্রদান

পার্বতীপুরে নৃ-গোষ্টির বাসন্তী পূজা উপলক্ষে একটি ঢাক ও কাশি পূজা কমিটির নিকট প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরের পার্বতীপুরে বাসন্তী পূজা উপলক্ষে পার্বতীপুর উপজেলার (নৃ-গোষ্টি) আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ হতে একটি ঢাক ও কাশি খোড়াখাই চাকলা বাজার মুশাহারপাড়া বাসন্তী পূজা কমিটির নিকট প্রদান করেন বর্ণিতা মুর্মু মিষ্টি । গত শুক্রবার ৪ এপ্রিল রাত সাড়ে ১০ টায় ২নং মন্মথপুর ইউনিয়নের খোড়াখাই চাকলা বাজার মুশাহারপাড়ায় বাসন্তী পুজা কমিটির সভাপতি শ্রী জগদীশ নিকট পার্বতীপুর উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যানের বিমল মুমুর কন্যা বর্নিতা মিষ্টি একটি ঢাক ও কাশি প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক এফ্রাইস টুটু ও বাসন্তী পুজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী মহন্ত রিশি প্রমুখ। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মুমু বলেন, পিছিয়ে পড়া নৃ-গোষ্ঠিদের জীবনমান উন্নয়নের জন্য সমাজ উন্নয়ন সমিতির কাজ করবেন বলে তিনি জানান এবং পুজা মন্ডবটির অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার সহযোগীতা করবেন ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS