বৃহস্পতিবার- ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি   :  নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে একে একে পানি থেকে চারটি শর্টগানসহ ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি শর্টগান, ১ টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।
বিষয়টি নিশ্চিত নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেছেন, দুজন ছেলে শুক্রবার সকালে পুকুরটিতে বরশি দিয়ে মাছ ধরতে ছিলো। হঠাৎ বরশিটি পানির নিচে আটকে গেলে তাদের মধ্যে একজন বরশি ছুটাতে পানিতে নামে। এসময় তারা দেখতে পায় একটি কম্বলের সাথে বরশি আটকে আছে। পরে কম্বল টি খুলে দেখা যায় ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক। বিষয়টি নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ এসে আলামত গুলো দেখে। পরে নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুররের পানিতে খুঁজতে গিয়ে আরো দুটো পাট ছাড়া ও দুটি পাটসহ মোট চারটি শর্টগান পাওয়া যায়। তিনি আরও বলেন, শনিবার থেকে পুরো পুকুরের পানি ছেঁচে পুকুরে আরো অস্ত্র রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য অভিযান চালানো হবে।
১০৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS