বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে আইরিশ গণিত উৎসব প্রতিযোগীতা

ঘোড়াঘাটে আইরিশ গণিত উৎসব প্রতিযোগীতা

৫৮ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ‘গণিত হোক চিত্র অভয়, গণিতে আসুক বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট রাণীগঞ্জ আদর্শ অ্যালামাইন অ্যাসোসিয়েশনের আয়োজনে আইরিশ গণিত উৎসব প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২৯টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আইরিশ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানদের কে নিয়ে এ প্রতিযোগীতা উপজেলার রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন মাঠে আইরিশ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। এতে গ্রæপ অ ১ম-২য় শ্রেীণি, লিটন স্টার প্রি-ক্যাডেট স্কুল, রাণীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুল। গ্রæপ ই ৩য়-৪র্থ শ্রেীণি, রাণীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, বর্ণমালা বিদ্যাপীট, বলাহার শরীফ উদ্দিন মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুল। গ্রæপ ঈ ৫ম শ্রেীণি ঘোড়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাণীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুল। গ্রæপ উ ৬ষ্ঠ-৭ম শ্রেীণি, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ, রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন। গ্রæপ ঊ ৮ম শ্রেীণি, রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন। ঋ ৯ম-১০ম শ্রেীণি ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীরা আইরিশ গণিত উৎসব প্রতিযোগীতায় উত্তিন্ন হয়। উক্ত অনুষ্ঠানে ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন পরিচালক রুহুল আমিনের সঞ্চালনে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। সব শেষে পুরুস্কার বিতরণির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

Share This