
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি : ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কালোব্যাজ ধারণ ও নিহতের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাদ যহর সিরাজগঞ্জ শহরের পাঁচরাস্তা মোড় জামে মসজিদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা’র সভাপতিত্বে দোয়া মাহিফলে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এ সময় উপস্হিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, কৃষকদল নেতা সুলতান তালুকদারসহ অন্যান্য প্রমূখ। পরে পুলিশের গুলিতে স্বেচ্চাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে।
উল্লেখ্য রোববার (৩১জুলাই)সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করার সময় ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি দুইদিনব্যাপী কর্মসূচী ঘোষনা করে। প্রথমদিন অতি বৃষ্টির কারণে জেলা বিএনপি গায়েবানা জানাজা নামাজের পরিবর্তে দোয়া মাহিফল ও কালোব্যাজ ধারণ করে।
৯ বার ভিউ হয়েছে