ধামইরহাটের গর্বিত পুলিশ সদস্য এস.আই নজরুল ইসলামের দাফন সম্পন্ন

ধামইরহাটের গর্বিত পুলিশ সদস্য এস.আই নজরুল ইসলামের দাফন সম্পন্ন

মো. আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট
নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের কৃতি সন্তান পুলিশ সদস্য এস.আই নজরুল ইসলাম (৫০) আর নেই। ইন্নালিল্লাহে—রাজেউন। ১৩ এপ্রিল বেলা ১১ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
ধামইরহাট পৌরসদরের উত্তর চকযদু গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও ধামইরহাট বাজার বণিক সমিতির বিশিষ্ট ক্রোকারিজ ব্যবসায়ী মরহুমের ছোট ভাই জাহিদুল ইসলাম জানান, তার বড় ভাই বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) হিসেবে পাবনা জেলা পুলিশে কর্মরত ছিলেন। ঈদ পরবর্তী নৈমিত্তিক ছুটিতে নিজ পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাতে আসলে ১২ এপ্রিল বিকেল ৪ টায় নিজ বাড়ীতে বুকে ব্যাথা অনুভব হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে ধামইরহাট হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী দুই ছেলে এক মেয়ে ও দুই ভাইসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে যান।
১৩ এপ্রিল দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযা নামাজে অংশগ্রহণ করেন পাবনা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, বিশিষ্ট বিএনপি নেতা হানজালা প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares