শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বন্দরে দুঃস্থ রোগীদের আর্থিক সহায়তা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন ডিসি

বন্দরে দুঃস্থ রোগীদের আর্থিক সহায়তা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন ডিসি

স্টাফ রিপোর্টার :  গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সরকারের নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে বন্দর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহযোগিতা এবং প্রতিবন্ধী রোগীদের চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ২৪ জুন সোমবার বিকেল ৩টায় কার্যালয়ের সামনে থেকে এসকল আর্থিক সহযোগিতা ও হুইল চেয়ার তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। এসক কার্যক্রমের সার্বিক তত্ত্ববধানে ছিলেন বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফয়সাল কবির। এতে ৩০জন দরিদ্র রোগীর মাঝে জনপ্রতি ৫০ হজার টাকার করে মোট ১৬লাখ টাকা আর্থিক সহযোগিতা এবং ১৬জন প্রতিবন্ধীর মাঝে ১৬টি হুইল চেয়ারম্যান বিতরণ করা হয়।

১৯ বার ভিউ হয়েছে
0Shares