শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে মাদক ও বাল্য-বিবাহ বিরোধী র‌্যালি

সৈয়দপুরে মাদক ও বাল্য-বিবাহ বিরোধী র‌্যালি

দুলাল সরকার, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর’ এর উদ্যোগে গত শুক্রবার বিকেলে মাদক ও বাল্য-বিবাহ বিরোধী এক বর্ণাঢ্য বাই-সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতির সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন ও র‌্যালিতে অংশ গ্রহণ করেন নীলফামারী-৪ আসনের এমপি’ আলহাজ¦ মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহসিন মন্ডল মিঠু মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। এ কর্মসূচীতে সংগঠনের সকল সদস্য ও সূধীজন অংশ গ্রহণ করেন। বাই-সাইকেল র‌্যালিটি শহরের ডাক বাংলো থেকে শুরু হয়ে সৈয়দপুরের প্রায় ৪ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে আবার ডাক বাংলোয় এসে শেষ হয়।

১২৭ বার ভিউ হয়েছে
0Shares