মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সাহিত্য বাসর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সাহিত্য বাসর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর আয়োজনে গতকাল শুক্রবার (২৯-০৩-২০২৪) বিকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাহিত্য বাসর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাহিত্য বাসরে সভাপতিত্ব করেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,সমাজ সংস্কারে কবি সহিত্যিকরা যথেষ্ঠ ভূমিকা রাখে,কবি সাহিত্যিকরা নীরবে নিভৃতে সেই কাজটি করে আসছেন। সাহিত্য বাসরে বিশেষ অতিথি ছিলেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম. এ. বাশার। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,কবি সহিত্যিকরা সমাজের দর্পন,তাদের সাহিত্য কর্ম স্কুল,কলেজ, বিশ^বিদ্যালয়ে পড়ানো হয় এবং তাঁদের গবেষণা করে আমাদের ডিগ্রী লাভ করতে হয়। “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সহ-সভাপতি নূরুল আহমেদ বলেন, “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” মেহেরপুর জেলার একটি ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন,এই সংগঠনটি এ জেলার গর্ব। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর “এর উপদেষ্টা মীর রওশন আলী মনা, সাহিত্য সম্পাদক মিনা পারভীন, নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিলুফার বানু, বাশরী মোহন দাস প্রমুখ।
সাহিত্য বাসর এর ২য় পর্বে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি ম. গোলাম মোস্তফা, বাশরী মোহন দাস,সায়েদুর রহমান সাজু,আবু লায়েছ লাবলু, নূর আলম, এস. এম. এ. মান্নান,মুহম্মদ মহসীন,আবুল হাসেম,শহিদুল ইসলাম কানন,সাদেকুজ্জমান সেন্টু, রফিকুল ইসলাম, মহিবুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। এর পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

 

৪০ বার ভিউ হয়েছে
0Shares