বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে খেজুরের রস খেয়ে  করে ৬ স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নড়াইলে খেজুরের রস খেয়ে  করে ৬ স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে খেজুরের রস খেয়ে  করে বিষক্রিয়ায় ৬ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার শাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিক্ষার্থীরা সবাই শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রোববার শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুলে গিয়ে খেজুরের রস পানের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বের হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্কুল থেকে বেরিয়ে ছাত্ররা স্কুলের অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের ঠিলা/ভাড় গাছ থেকে পেড়ে আনে। পরে তাদের মধ্যে ৬ জন রস পান করে। রস পান শেষে তারা স্কুলে ফিরে এলে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তাদের তীব্র পেটে ব্যথা শুরু হয়।
এভাবে সকলে অসুস্থ হয়ে পড়লে তাদের ৬ জনকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক জানান, বিষাক্ত কোনো দ্রব্য রসে পড়েছে বা মিশ্রিত ছিলো বলে রস পানের পর ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে।
১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS