শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে সুগন্ধীধান ব্রি-৫০ জাতের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

পার্বতীপুরে সুগন্ধীধান ব্রি-৫০ জাতের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উচ্চমূল্যের সুগন্ধীধান  ব্রি-৫০ জাতের উৎপাদন ও প্রক্রিয়াজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের
আয়বৃদ্ধি করণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় উপজেলার মোমিনপুর  ইউনিয়নের দুবলগাছি গ্রামে এক মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান    অতিথি ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন প্রকল্প প্রধান আউয়াল সরকার, এসইপি প্রকল্পের কৃষিবীদ  সাজিদুর রহমান, ইউপি সদস্য আসাদুর রহমান, মোমিনপুর ইউনিয়নের উপ-সহকারী   কৃষি কর্মকর্তা আলতাবুর রহমান, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর শাহজাহান  সরদার, মার্কেটিং অফিসার মাসুদার রহমানসহ অনেকে। উল্লেখ্য, ওই এলাকার কৃষক মোহসিন আলীর জমিতে উচ্চমূল্যের সুগন্ধীধান
ব্রি-৫০ জাতের ধানের চাষ প্রদর্শনী করা হয়। উন্নত ও আধুনিক কৃষি   প্রযুক্তি ব্যবহারের ফলে ১ শতক জমি থেকে ২৫ কেজি ধানের ফলন পাওয়া যায়।  স্বল্প খরচে উচ্চমূল্যের এ ধানের বেশি ফলন পাওয়ায় সুগন্ধীধান ব্রি-৫০ জাত  চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন তিনি।

৬২ বার ভিউ হয়েছে
0Shares