মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে পৌষ সংক্রান্তিকে ঘিরে মাছের মেলা

সেনবাগে পৌষ সংক্রান্তিকে ঘিরে মাছের মেলা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে বসেছে বিশাল মাছের মেলা। কানকিরহাট গরুর বাজারে বসা মাছের মেলায় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজারে মাছের মেলায় দেশীয় ও সামদ্রিক বিভিন্ন প্রজাতির চোট,বড় আকারের মাছ বিক্রি করতে দেখা যায়।

জানােেগছে, পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে নোয়াখালীর সেনবাগের কানকিরহাটে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী মাছের মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিক্রেতারা তাদের থালায় সাজিয়েছেন বড় আকারের রুই, চিতল, কাতল, মৃগেল, কালবাউশ, গ্রাস কার্প, বোয়াল, শোল, গজার, আইড়, তেলাপিয়া, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ। বাজারে সর্বোচ্চ ১৩ কেজি ওজনের কাতল, রুই, বোয়াল, চিতল, কার্প, আইড় মাছ উঠেছে। এছাড়া পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ উঠেছে ব্যাপক হারে।

সরেজমিনে দেখা যায়, ৩০ জন বিক্রেতা অংশ নিয়েছেন মাছের মেলায়। বড় বড় সামুদ্রিক মাছের সঙ্গে অনেকে দেশীয় নানা প্রজাতির ছোট মাছও নিয়ে এসেছেন। বেচাকেনাও চলে ব্যাপক। প্রত্যেকটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ক্রেতারো জানায় মেলায় তুলণামূলক ভাবে মাছের দাম হাকা হচ্ছেন

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS