সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁর পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর আয়োজনে “ভায়া ক্যাম্প” উদ্বোধন

নওগাঁর পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর আয়োজনে “ভায়া ক্যাম্প” উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: “নতুন বছরের শুরুটা হোক চমৎকার কিছু আয়োজনে, জীবন রক্ষাকারী সুন্দর কিছু মানবসেবায়” এর আলোকে নওগাঁর পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে “ভায়া ক্যাম্প” উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার ৬ টি ইউনিয়নের ২০ টি কেন্দ্রে, ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট ও ভায়া (VIA) টেস্ট এর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পহেলা জনিুয়ারী হতে ০৫ ই জানুয়ারী ২০২৪ ইং তারিখ পর্যন্ত ৫দিন ব্যাপি (VIA) ক্যাম্পের উদ্ভোদন করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। এসময় উপস্থিত ছিলেন কন্সাল্টেন্ট (গাইনী) ডা. সাদিয়া শারমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম, MOMCH ডা. কামরুজ্জামান, BSMMU থেকে আগত ভায়া (VIA) এক্সপার্ট টিম, নওগাঁ জেলা ভায়া কোর্ডিনেটর টিটন হোসাইন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভায়া (VIA) টিম। সার্বিক তত্ত্বাবধানে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা জানান, তারা তাদের এক্সপার্ট টিম নিয়ে সকলের পাশে থেকে এই ৫দিন কাজ করবেন। তবে তারা মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার নিরমুলে কাজ করবেন বলেও জানান।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares