শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পূর্ণবাসন কমিটির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পূর্ণবাসন কমিটির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পূর্ণবাসন কমিটি (স্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গত রোববার (৩রা ডিসেম্বর) রাতে নগরীর ২নং ইস্পাহানী ক্যাম্পস্থ স্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসির) কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পূর্ণবাসন কমিটির সভাপতি মোঃ শরফুদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পূর্ণবাসন কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহামুদ আনছারী, মোঃ খুরশীদ, যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ খুরশীদ আলম, অর্থ সম্পাদক মোঃ নাসিম, দপ্তর সম্পাদক মোঃ শমসের আলী ছনু, প্রচার সম্পাদক মোঃ খুরশীদ আলম মুন্না, যূগ্ম প্রচার সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, সদস্য এম.এ আউয়াল, মোঃ কাশেম ভোলাসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহমতিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোঃ নুরুন্নবী।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS