বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে সরকারি এমএম ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

ধামইরহাটে সরকারি এমএম ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে সরকারি এম এম ডিগ্রী কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বেলা ১১ টায় কলেজ প্রাঙ্গনে সরকারি এম এম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাউপকরণ দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোসা. মোসফেকা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী, মোরশেদুল আলম, প্রভাষক বদিউল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রদর্শক মো. আবু সাঈদ, হারুন আল রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন, একে নোমান, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ ।

১৫১ বার ভিউ হয়েছে
0Shares