শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

কলমাকান্দায় ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বুধবার ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার প্রকল্প গুলো উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে পাগলা নদীর উপর গার্ডার ব্রীজ নির্মাণ, পাগলা-খলা সড়ক , মনতলা-কেশবপুর সড়ক , কলমাকান্দা জিসি – পাঁচগাও জিসি সড়ক পূনর্বাসন, রংছাতি মোড় – কৃষ্ণপুর বাজার পর্যন্ত সড়ক পাকাকরণ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , ইউএনও  আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, ওসি আবুল কালাম (পিপিএম) , উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক মো. ইসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. নাজিম উদ্দিন, শামীম আহম্মেদ, ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা যুবলীগের সাধারণ  সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরুসহ সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ ।

এ সময় উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী বলেন, ৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৭ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

২০১ বার ভিউ হয়েছে
0Shares