বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে বালাইনাশক বিক্রেতা ও কোম্পানী প্রতিনিধিদের সাথে কৃষি বিভাগের মত বিনিময় সভা

ধামইরহাটে বালাইনাশক বিক্রেতা ও কোম্পানী প্রতিনিধিদের সাথে কৃষি বিভাগের মত বিনিময় সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বালাইনাশক ব্যবসায়ী ও বালাইনাশক কোম্পানী প্রতিনিধি সমন্বয়ে কৃষি বিভাগের সাথে বালাইনাশক ব্যবস্থাপনা ও জৈব বালাইনাশক মজুদ/বিতরণ সম্পর্কিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি হিসেবে সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, জাকিয়া ট্রেডার্সের স্বত্বাধিকার জহুরুল ইসলাম, বিশিষ্ট বালাইনাশক ব্যবসায়ী মনোজ কুমার সাহাাসহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের জানান, বালাইনাশকের পাশাপাশি জৈব বালাইনাশক বিক্রয়ে ও ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে, কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে এবং কোন ভাবেই ভেজাল পন্য ক্রয়-বিক্রয় করা যাবে না, যদি কেউ এর ব্যর্তয় ঘটায় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৮ বার ভিউ হয়েছে
0Shares