বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের সদস্যদের নড়াইলের এসপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের সদস্যদের নড়াইলের এসপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের সদস্যদের নড়াইলের এসপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।শেখ রাসেল ৫ম জুনিয়র আরচ্যারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব ১টি গোল্ড, ৩টি সিলভার এবং ২টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক পেয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হওয়ায়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে “বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব” এর তীরন্দাজদের পুলিশ সুপার পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপাস্) নড়াইল। এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ক্রীড়া মানুষের দেহ, মন ও আত্মার উন্নয়ন ঘটায় এবং চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। তিনি সকলকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি ও সম্মান বয়ে আনার জন্য উৎসাহিত করেন।  এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS