শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোর পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

তানোর পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার ১ ও ২ এব ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের দিকে তালন্দ বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের শুভ উদ্ধোধন করেন পৌর আওয়ামী লীগ সভাপতি প্রধান শিক্ষক আসলাম উদ্দিন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল সোনারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন আ”লীগ নেতা প্রদীপ কুমার মজুমদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আ”লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, অবসরপ্রাপ্ত তালন্দ কলেজ অধ্যাক্ষ বিষ্নপদ, তালন্দ স্কলের প্রধান শিক্ষক আলতাব হোসেন,  ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান জনি, রোকন সরকার প্রমুখ।
১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন সুনিল, সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাউন্সিলর তাসির উদ্দিন।
২ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন আশরাফুল   ও সম্পাদক হন জাহাঙ্গীর আলম ।
৩ নম্বর ওয়ার্ড  সভাপতি হিসেবে নির্বাচিত হন  রুস্তম আলী ও সম্পাদক হিসেবে নির্বাচিত হন শফিকুল ইসলাম।
এছাড়াও সহযোগী সংগঠনেরও কমিটি ঘোষনা করা হয়। এসময় পৌরসভা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৪৩ বার ভিউ হয়েছে
0Shares