শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাপাহারে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ গোলাম মওলা’র  সাথে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রধান, ও সুশীল সমাজের লোকজনের অংশগ্রহণে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ আগস্ট সোমবার বেলা ১১ টায়  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে গণ শুনানি ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মওলা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকির সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (পঃ পঃ) কর্মকর্তা রুহুল আমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত, সকল ইউপি চেয়ারম্যান,উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রধান, ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS