শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে  রোগীদের মাঝে চেক বিতরণ 

তানোরে  রোগীদের মাঝে চেক বিতরণ 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ক্যানসার, জন্মগত হ্নদরোগ, স্ট্রোকে প্যারালাইসিস,লিভার, সিরোসিস, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১০ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে সমাজ সেবা দপ্তরের আয়োজনে পরিষদের হলরুমের সামনে  ও এমপি ফারুক চৌধুরীর পক্ষে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। চেয়ারম্যান আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের প্রতিনিধি  এমপি মহোদয় আপনার চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকার চেক দিলেন। আপনারা সেই টাকা চিকিসার কাজে ব্যয় করবেন। আর এমপির জন্য দোয়া করবেন তিনি যেন পুনরায় এমপি হয়ে আপনাদের বেশিবেশি সহযোগিতা করতে পারেন। এসময়  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন উপস্থিত ছিলেন।
১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS