সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মহিষ খোঁচায় জাল বেন্ডল লেবেল ও কমবয়সী শিশুদের নিয়ে বিড়ি কারখানা চলছে অভিযোগ

মহিষ খোঁচায় জাল বেন্ডল লেবেল ও কমবয়সী শিশুদের নিয়ে বিড়ি কারখানা চলছে অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষ খোঁচায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে জাল বেন্ডল লেবেল দিয়ে বিড়ি তৈরী করে চলছে মধু বিড়ির মালিক রাশেদুল ইসলাম ( ভুট্টু)। সে মহিষ খোঁচার তৈয়ব আলীর ছেলে। অভিযোগে জানাগেছে, প্রায় ১০ বছর ধরে এ ব্যবসা করে চলছে। বিপুল পরিমান সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে কমবয়সী শিশুদের নিয়ে বিড়ি তৈরী করে চলছে তিনি। এঘটনায় স্থানীয়ভাবে লিখিত অভিযোগ জাতীয় রাজস্ব বোর্ড, শ্রম মন্ত্রণালয়,রংপুর কাষ্টম ও ভ্যাট দপ্তরসহ ঢাকা বরাবর সরকারী ডাকযোগে অভিযোগ প্রেরণ করেছে।অভিযোগে জানাগেছে, রাশেদুল ইসলাম ভুট্টু সরকারী নেবেল দ্বারা টিকিট তৈরী করে দিনে কমপক্ষে ৩/৪ লক্ষ টাকার বিড়ি দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে চলছেন।তার এই জালিয়াতির বিষয় কেউ প্রতিবাদ করলে বিভিন্ন ভাবে গালিগালাজ হুমকি দিয়ে আসছেন।ছোট ছোট শিশুদের দিয়ে তামাক জাতীয় বিড়ি তৈরী করা আইনত দন্ডনিয় অপরাধ হলে তার কাছে অপরাধ নয় বলে জানান স্থানীয়রা ।আরো জানাগেছে জালবেন্ডল তৈরী মধু বিড়ি সিরাজগঞ্জ মার্কেট করিয়া আসিতেছে এবং রায়গন্জ বাজারে তার ডিলার রয়েছে ওই ডিলারের নাম শ্রী বাপ্পী রায় জানাগেছে। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে  নকল বেন্ডল তৈরী করে দেদারছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষ খোঁচা ও সিরাজিগন্জ,কুমিল্লা ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে চলছে। এ ব্যাপারে আদিতমারী উপজেলার নির্বাহী অফিসার জি. আর. সারোয়ার ছুটিতে থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা জানান,তিনি কয়েকবার তল্লাশী চালিয়ে নিষেধ করেন। তার এ নিষেধ তোয়াক্কা করছেন না মধু বিড়ির মালিক রাশেদুল ইসলাম ভুট্টু। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোছাদ্দেক আলী চৌধুরী জানান, তাকে শিশু শ্রম বিষয়ে একাধিকবার বারণ করার পর ও বাঁধা মানছেন না।
১৩৬ বার ভিউ হয়েছে
0Shares