বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে জেলা বিএনপির দুই গ্রুপের আলাদা জনসমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা বিএনপির দুই গ্রুপের আলাদা জনসমাবেশ অনুষ্ঠিত

সাইয়েদ বাবু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির দুটি গ্রুপের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে জেলা শহরের কালিবাড়ির মোড়ে সাধারণ সম্পাদক রানা গ্রুপ,জনসমাবেশ করে ।জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা,সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, মোঃ মাজেদুল ইসলাম তারা, প্রমূখ। অপরদিকে জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলাম গ্রুপের সমাবেশটি হয় শহরের অদুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপির অপর কার্যালয়ের সামনে । এখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবু স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরমান হোসেন সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন হামলা চালিয়ে সন্ত্রাসী ও পুলিশ লেলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তার পতন ঠেকাতে পারবেন না। একদফার আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা রাজপথে থাকবে।

১০৩ বার ভিউ হয়েছে
0Shares