শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 সিরাজগঞ্জ প্রতিনিধি   :; সিরাজগঞ্জে দীর্ঘ ৭ বছর পর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই)  সকালে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে আমিনুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী  ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  জাতীয় পার্টির মহাসচিব  বীরমুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি,  প্রেসিডিয়াম   সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান ও মোবারক হোসেন আজাদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব  মো. বেলাল হোসেন,  জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য  এ্যাড. দেলোয়ার হোসেন, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। বক্তাগন  বলেন-আওয়ামীলীগ সরকার শিক্ষা,স্বাস্থ্য অবকাঠামো খাতে নজিরবিহীন দুর্নীতি করেছে। বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যে উর্ধগতিতে জনগণের নাভিশ্বাস। আওয়ামীলীগ- বিএনপি দেশের জনগণকে জিম্মি করে দেশকে  শাসন করেছে। বর্তমান সিস্টেমে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। আওয়ামী লীগ চায় দলীয় সরকারের অধীনে নির্বাচন আর বিএনপি চায় নিরপেক্ষ  তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা সংঘাত চাই না আমরা এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য  অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার আহবান জানান তারা। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবার ঘোষনা দেন। বক্তাগন আরো বলেন, সিরাজগঞ্জের শহরকে রক্ষা করতে যমুনা নদীকে শাসন করে হার্ডপয়েন্টে বাঁধ নির্মাণ  করেছিলেন সাবেক  রাষ্ট্রপতি পল্লী বন্ধু  হুসাইন মুহাম্মদ এরশাদ। এ সরকার  জনগণের  এগারো লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।, শেয়ার বাজার ধ্বংস  করছে। জাতীয় পার্টি সুষ্ঠু, অবাধ, নিরেপক্ষ নির্বাচন এর মাধ্যমে সরকার গঠন করতে চায়।  প্রধান অতিথি উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে  জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন   কমিটির আহবায়ক আমিনুল ইসলাম ঝন্টুকে সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসাবে ঘোষনা করেন। এসময় সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এ পদে কাউকে ঘোষনা করা হয়নি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন জাতীয় পার্টির নেতা মো. আব্দুল জলিল। এ সময় জেলার ৯টি উপজেলা ও বিভিন্ন  থানা কমিটির সকল নেতৃবৃন্দ ও  কয়েক শতাধিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS