বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভাঙ্গুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি ; পাবনার ভাঙ্গুড়ায় বাচ্চু হোসেন (৪২) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উত্তর মেন্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ রোববার সকালে তাঁকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে। থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাচ্চুর বিরুদ্ধে ৫ টি সিআর মামলা ও একটিতে সাধারণ ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গত শনিবার সকাল ১০টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার বিবাংলা এলাকা থেকে ভাঙ্গুড়া থানার এসআই আবু তাহের ও এএসআই জাহিদুল ইসলাম তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান জানান, রোববার সকালে আসামিকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে ।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares