শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পাবনা চাটমহর সাপের কামরে ১ মহিলা নিহত

পাবনা চাটমহর সাপের কামরে ১ মহিলা নিহত

পাবনা প্রতিনিধি, পাবনা চাটমহর উপজেলা আলম নগর গ্রামের দুলাল প্রামানিকের স্ত্রী সাবিনা বেগম  (৪৫) বিষধর সাপের কামরে নিহত হয়েছে। জানা যায় আজ দুপর ১২টার দিকে বাড়ির পাশে  ছাগলের ঘাস কাটতে যায় সাবিনা বেগম, হঠাৎ পিছন থেকে বিষধর সাপটি সাবিনা কে কামর দিলে স্থানীয়রা প্রথমে এলাকার  হাবি নামে এক কবিরাজের বাড়িতে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কবিরাজ ও এলাকাবাসির সহযোগিতায় পাবনা চাটমহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘষনা করেন।
৮৮ বার ভিউ হয়েছে
0Shares