বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নড়াইলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে  নড়াইলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক  গ্রেফতার। নড়াইলে ফরাহাদ সরদার (২৮) নামের এক যুবককে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় লোহাগড়া থানাধীন লক্ষীপাশা ইউনিয়নের সিংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফরাহাদ নড়াইল সদর উপজেলার সীমাখালী গ্রামের আবদার সরদারের ছেলে। তার নামে লোহাগড়া থানা ও সিএমপি এর কর্ণফুলী থানায় মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS