শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে বিনামূল্যে গাছের চারা বিতরণের উদ্বোধন  

তানোরে বিনামূল্যে গাছের চারা বিতরণের উদ্বোধন  

তানোর প্রতিনিধি: তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বরেন্দ্র বহুমুখী (বিএমডিএ) অফিসের আয়োজনে জনসাধারণের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০মে) সকালে উপজেলা বিএমডিএ অফিসে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান। জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে বরেন্দ্র বহুমুখী (বিএমডিএ) উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন জাতের এসব ফলজ ও বনজ গাছের চারা রাজশাহী-১আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বলেন,পরিবেশ রক্ষার জন্য সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। যার যেটুকু ফাঁকা জায়গা আছে সেখানেই গাছ লাগাতে হবে বলে সবাইকে গাছ লাগানোর আহবান জানান তিনি।
২৫ বার ভিউ হয়েছে
0Shares