বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ে রাউটার বিতরণ

সেনবাগে ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ে রাউটার বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : তথ্যপ্রযুক্তি ব্যবহার গ্রামঞ্চলে পৌছে গেছে। সরকার জ্ঞান-বিজ্ঞানের প্রচার প্রসারে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টানেট সংযোগ প্রদানে উদ্যাগ গ্রহন করেছে। এরেই ধারাবাহিকতায় নোয়াখালীর সেনবাগের ৯০টি প্রাথমিক বিদ্যালেয়ে ইন্টানেট সংযোগ দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকদের মাঝে রাউটার বিতরণ করেছে।

বুধবার দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষকদের এক সম্বনয় সভায় অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী,বিষেশ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃগোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, সহকারী শিক্ষা অফিসার আজগর আলী প্রমুখ। সেনবাগের ১১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯০টি বিদ্যালয়ে প্রাথমিক ভাবে ওই রাউটারগুলো দেওয়া হয়।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS