সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাট পৌরসভায় দিনব্যাপি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমনিরহাট পৌরসভায় দিনব্যাপি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বদিয়ার রহমান,লালমনিরহাট।  সোমবার ১৫মে লালমনিরহাট পৌরসভার হলরুমে পরিচ্ছন্নতা কর্মী,সুপারভাইজার ও ড্রাইভারগণের “কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ” কার্যক্রম হয়েছে।Technical Assistance Project on Integrate Solid  Waste Management Improvement Project, LGED- আওতায় লালমনিরহাট পৌরমেয়র রেজাউল করিম স্বপন এর আয়োজন করেন। এছাড়া তিনি নিজেই উপস্থিত থেকে প্রশিক্ষনের কার্যক্রম পরিচালনা করেন। অপর দিকে লালমনিরহাট পৌরসভার প্রতিটি রাস্তায় আলোর ব্যবস্থা করে দিয়েছেন এবং কোন কোন স্থানে বিদুৎয়ের খুটি স্থাপন করে আলোর ব্যবস্থা করে চলছেন। ইতিমধ্যে বর্ষায় পানি নিস্কাশনের ব্যবস্থাও করে দিয়েছেন। মেয়র নিজেই   দাঁড়িয়ে থেকে শহরে দীর্ঘসময় টিকসইযের রাস্তা নির্মাণ কাজ করেদিয়েছেন। পর্যায়ক্রমে লালমনিরহাট পৌরসভার উন্নয়ন মুলক কর্মকান্ড অব্যহত রেখেছেন তিনি। এব্যাপারে পৌরমেয়র রেজাউল করিম স্বপন বলেন,আমি পৌরবাসির প্রাপ্য কাজ করে যাচ্ছি। ইতোপুর্বে যা হয়নি।
১০৬ বার ভিউ হয়েছে
0Shares