সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে  যমুনার বালু মহলের বাইরে থেকে  বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জে  যমুনার বালু মহলের বাইরে থেকে  বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনার বালু মহলের বাইরে থেকে বালু উত্তোলন বন্ধ ও  কাওয়াকোলার বিলীনের হাত থেকে রক্ষা করার দাবিতে  মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১০ মে ) সকাল ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার  কাওয়াকোলা ইউনিয়নের কাওয়াকোলা গ্রামের যমুনা নদী ভাঙ্গন স্থানে ঘন্টাব্যাপী  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলার ইউনিয়নে কৈগাড়ী দোরতা, চান্ডাল বয়ড়া ও জিয়ার পাড়া  এ ৩টি বালু মহল রয়েছে। সরকারী ইজারার মাধ্যমে  মহল থেকে বালু উত্তোলন করার কথা থাকলেও  ইজারাদার গং  মহালের বাইরে থেকে কাওয়াকোলা ও দোগাছী মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বক্তারা আরো বলেন, জিয়ারপাড়া মৌজার আয়তন ১১.৪৪ একর (৩৫ বিঘা)। জিয়ারপাড়া বালুমহলের পশ্চিমে কুড়িপাড়া-চিথুলিয়া গ্রাম-সিরাজগঞ্জ পৌরসভা, উত্তরে হাটবয়ড়া, পুর্বে কাওয়াকোলা ও দোগাছি মৌজা,  দক্ষিন বাঙ্গালপাড়া ও চান্ডালপাড়া গ্রাম রয়েছে।বর্তমানে জিয়ারপাড়া বালু মহলের পশ্চিমে কুড়িপাড়া-চিথুলিয়া সম্পুর্ন যমুনা নদীতে।  উত্তরে হাটবয়ড়া সম্পূর্ন যমুনা নদীতে, পুর্বে কাওয়াকোলার অর্ধেক যমুনা নদীতে,  বাকী অর্ধেক বাড়িঘর ও ফসলি জমি রয়েছে এবং দোগাছিতে বাড়িঘর ও ফসলি জমি রয়েছে। দক্ষিনে বাঙ্গালপাড়া ও চান্ডাল বয়ড়া সম্পূর্ন যমুনা নদীতে বিলীন। জিয়ারপাড়া বালু মহলের ইজারাদার জিয়ারপাড়া মৌজার ১১.৪৪ একর জায়গায় ড্রেজার না লাগিয়ে কাওয়াকোলা ও দোগাছী গ্রামে বাড়িঘর, ফসলি জমির নদী তীরবর্তী স্থানে  ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এ বালু উত্তোলনের ফলে কাওয়াকোলা ইউনিয়নের আবাদি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হওয়ার আশংকা  করছেন  ইউনিয়নবাসী।  মানববন্ধনে মহালের বাইরে থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে  মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। কাওয়াকোলা ইউনিয়নের সচেতন নাগরিক আলী আশরাফ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সার্জেন্ট (অবঃ) রফিকুল ইসলাম, নওশের আলী, নামদার মন্ডল , বুলবুল আহম্মেদ, সরোয়ার হোসেন, সোহরাব আলী,আকরাম হোসেন হীরা প্রমুখ। সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান জানান, জিয়ারপাড়া বালু মহল সীমানা নির্ধারন করে ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সীমানার বাইরে বালু উত্তোলনের সুযোগ নেই। মহলের বাইরে বালু উত্তোলন করলে আইনানুগ ব্যবস্থা  গ্রহন করা হবে।  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জিয়ারপাড়া বালু মহাল ইজারা  দিয়ে বালু মহালের তফসিল অনুযায়ী জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে এবং আমরা এটি মনিটরিং করছি। খোঁজ খবর নিচ্ছি তারা তফসিল অনুযায়ী বালু উত্তোলন করছে।  অন্য জায়গা থেকে বালু ত্তোলনের  অভিযোগটি সঠিক না। তবে এলাকার লোকজন যদি মনে করে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতি হবে বাড়ি ঘর ভেঙ্গে যাবে আমরা সেটি পরীক্ষা করে পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares