শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুরে ডাল সবজি ফসলের রোগ দমনে জৈব ছত্রাক নাশকের ব্যবহারে উপর কৃষক প্রশিক্ষিণ

রংপুরে ডাল সবজি ফসলের রোগ দমনে জৈব ছত্রাক নাশকের ব্যবহারে উপর কৃষক প্রশিক্ষিণ

ডাল ও সবজি ফসলের রোগ দমনে জৈব ছত্রাক নাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষিণ গতকাল বুধবার দিনব্যাপী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর তাজহাট উপকেন্দ্রে আয়োজন করা হয় । এতে প্রধনি অতথি ছিলনে অন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী বিনার মহাপরিচালক ড, মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন রংপুর কৃষি সম্পৃসারণ অধদিপ্তরের উপপরিচালক মো:ওবায়দুর রহমান মন্ডল, বিনা কর্মসূিচ পরিচালক ড, মাহবুব কনজি হাসনা,  এস এস ও ড,মাহবুবুল হক, কৃষিবিদ ড,হারুন অর রশিদ । এতে  সভাপতিত্ব করেন বিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ড, মোহাম্মদ আলী । এ সময় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মাকর্তা মো: আলমগীর হোসেন,কৃষক  রবিউল ইসলাম, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মামুমুদ হাসান ও মোতাব্বের রহমান  প্রমূখ ।
বিনার মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, জনসাধারনের জন্য স্বাস্থ্য ঝুকি বিবেচনায় আমাদের অবশ্যই প্রাকৃতিকভাবে পোকা ও রোগ বালাই দমনের ইপর গুরুত্ব দিতে হবে ,কেননা ডাল ও সবজিফসল আমরা সরাসরি ভক্ষণ করে থাকি। এমতাবস্তায় জৈব ভাবে রোগ ও পোকা দমন একটি উল্লেখযোগ্য উপাদান হতে পরারে।প্রশিক্ষণে রংপুর জেলার ৫০জন কৃষাণ কৃষাণি অংশ গ্রহণ করেন ।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS