সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহের আমজাদ,মেহেরপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এর আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে শাশ্বত নিপ্পন রচিত ও নির্দেশিত নাটিকা “খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু ” নাটিকা মঞ্চস্থ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৬৯ বার ভিউ হয়েছে
0Shares