শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে সোনালী ব্যাংক, মৌগাছি বাজার শাখায় আর্থিক স্বাক্ষরতা দিবস অনুষ্ঠিত 

মোহনপুরে সোনালী ব্যাংক, মৌগাছি বাজার শাখায় আর্থিক স্বাক্ষরতা দিবস অনুষ্ঠিত 

রতন মাস্টার মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলায় সোনালী ব্যাংক মৌগাছি বাজার শাখা আয়োজনে নিজ অফিস শাখায় আজ ৬ই মার্চ সোমবার বিকাল ৪,০০ টার সময় আর্থিক স্বাক্ষরতা দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফরেন রেমিট্যান্স গ্রহনকারী ও বিদেশে থাকা লোকদের আত্মীয় স্বজনদের সচেতন মূলক পরামর্শ দেন ব্যাংক কর্তৃপক্ষ। বলা হয় বিদেশ থেকে  হোন্ডির মাধ্যমে অর্থ না পাঠিয়ে, সরকারী ভাবে অর্থ গুলো পাঠানোর জন্য বলা হয়। এবং সেই টাকা গুলো খরচ না করে উন্নয়ন মূলক কাজে ব্যবহার করার জন্য বলা হয়।এই সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, মৌগাছি বাজার শাখার  ম্যানেজার আব্দুল বারী, প্রিন্সিপাল অফিসার মাসুদ রানা, সিনিয়র অফিসার আলতাব হোসেন, কালাচাঁদ কর্মকার (ক্যাশ), রিপন কুমার দত্ত (ক্যাশ), তরিকুল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম, রতন কুমার প্রাং সহ ব্যাংক কর্মচারী ও ভুক্তভোগী গণ।
৭১ বার ভিউ হয়েছে
0Shares