শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার দোয়া

দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার দোয়া
রাস্তাঘাটে চলাফেরায় অনেক সময় দুর্ঘটনা ঘটে। যথাসাধ্য সতর্কতা অবলম্বনের পাশাপাশি আল্লাহর নিকট দোয়াও করা চাই।
নবীজি (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকালে এ দোয়া তিনবার পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া তিনবার পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না।
দোয়াটি হচ্ছে- ‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়াসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম’, অর্থাৎ, ‘আমি আল্লাহর নামের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতিসাধন করতে পারে না। তিনি সব কিছু শোনেন ও জানেন।’ (আবু দাউদ : ৫০৯০)
৫৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS