বুধবার- ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে সাবেক নারী কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি তাল গাছ কাঁটার অভিযোগ 

তানোরে সাবেক নারী কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি তাল গাছ কাঁটার অভিযোগ 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগমের বিরুদ্ধে সরকারি খাস জায়গার একটি বিশাল পরিপক্ব তাল গাছ কাঁটার অভিযোগ উঠেছে। এতে করে একজন জনপ্রতিনিধির এমন চাঞ্চল্যকর কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামে। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন পরিপক্ব তাল গাছ কাঁটার ঘটনাটি। জানা গেছে, গোল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের বাড়ির পিছনে ও সাবেক কাউন্সিলর আংগুরী বেগমের বাড়ির সামনে সরকারি খাস জায়গায় থাকা প্রায় শতবর্ষী তাল গাছ জোর করে কাটেন আংগুরী বেগম। এছাড়াও পূর্বে একই স্থান থেকে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছও কেটে সাবাড় করেছেন আংগুরী বেগম। তার পরেও থামেনি তার দস্যুতা। এবার তাল গাছ কাঁটাসহ সরকারি খাস জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন এই সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগম। গোল্লাপাড়া গ্রামের বেশকিছু স্থানীয় বাসিন্দারা জানান, এই সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগম এখানে আশার পর থেকে একের পর এক সরকারি খাস জায়গার গাছ কাঁটা ও খাস জায়গা দখল করাসহ প্রতিবেশিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এমনকি গ্রামবাসীরা তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। আবার যদি কেউ প্রতিবাদ করে তাহলে স্থানীয় কিছু বখাটে দিয়ে দেখানো হয় ভয়ভীতি। ফলে কেউ আংগুরীর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না। যার জন্য দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে সাবেক কাউন্সিলর আংগুরী বেগমের দস্যুতা। বিষয়টি নিয়ে সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগমের সাথে কথা বলা হলে তিনি বলেন, জায়গা সরকারের কিন্তু আমার বাড়ির সামনে হওয়ায় এখন জায়গাটি আমার দখলে। তাই গাছ কেটেছি। এতে কোন সমস্যা হলে সরকারের সাথে আমি বুজবো বলে দম্ভোক্তি দেখান তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি খাস জায়গা পর্তন বা লিজ না নিয়ে দখল করার কোন সুযোগ নেই বলে জানান তিনি।
৪২ বার ভিউ হয়েছে
0Shares