শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কেশরহাট বাজার বণিক সমিতির কমিটি গঠিত

কেশরহাট বাজার বণিক সমিতির কমিটি গঠিত

রতন মাস্টার মোহনপুর প্রতিনিধিঃ মোহনপুর উপজেলার কেশরহাট বাজার বণিক সমিতির কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে কেশরহাট উচ্চবিদ্যালয় চত্তরে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে বাজারের সকল পট্টির ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠন করা হয়।
বহুল প্রত্যাশিত নবগঠিত কমিটিতে মেসার্স সততা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শাহিনুর রহমান শাহিনকে আহবায়ক, কেশরহাট রহমান হোন্ডার ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান মুস্তাককে যুগ্ম আহবায়ক এবং মেসার্স ওসমান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ওসমান আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে গার্মেন্টেস ব্যবসায়ী হাজি সাদ-আক্কাসের সভাপতিত্বে কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, বিভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আবু হাসান বিপ্লব, কেশরহাট জুয়েলার্স ব্যবসায়ী খুশবর রহমান সোনার, জুয়েলার্স ব্যবসায়ী সেলিম উদ্দিন সোনার, জুয়েলার্স ব্যবসায়ী বেলাল হোসেন, গার্মেন্টস ব্যবসায়ী আবদুল লতিফসহ সকল পট্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেশরহাট পৌরসভার  বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের সুবিধার্থে দ্রুত নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫৪ বার ভিউ হয়েছে
0Shares