শনিবার- ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নরসিংদীতে রেলসেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নরসিংদীতে রেলসেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

শান্ত বণিক, নরসিংদী থেকে: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেলসেতু হেঁটে পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত রেলসেতু থেকে তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তির মাথা, হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি হেঁটে ঘোড়াশাল রেলসেতু পার হওয়ার সময় ঢাকামুখী ট্রেনে কাটা পড়েন তিনি। তাঁর সম্ভাব্য বয়স ৬৫ বছর। তাঁর পরনে ছিল লুঙ্গি, সাদা গেঞ্জি ও কালো কোট।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘোড়াশাল রেলসেতু থেকে ট্রেনে কাটা পড়ে মাথা, হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কেউ বলতে পারছেন না, কখন কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS