বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট, আহত ৮

মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট, আহত ৮

জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গেলে ভ্রাম্যমান আদালতে দায়িত্বরত কর্মকতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮জন আহত হয়েছে।
স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তরের লোকজন। অভিযান শুরু করলে জেএসবি ব্রিক্সের মালিক মো. সোবাহান ফকিরের লোকজন দায়িত্বরত অফিসারদের উপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপ পরিচালক সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী সজিবসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এসময় দায়িত্বরত কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করে। পরে অভিযান বন্ধ রাখা হয়। এরপরে ৭টি ইটভাটাকে সাড়ে ১৬ লক্ষ টাকা জমিরানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরে অর্ধশত ইটভাটা নিয়মনীতির তোয়াক্কা না করেই ইট প্রস্তুত করছে। এতে করে নষ্ট হচ্ছে ফসলি জমি। বিরুপ প্রভাব পড়ছে পরিবেশের উপর।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, আমাদের নির্দেশ ছিলো সোবাহান ফকিরের জেএসবি ভাটা ভাঙ্গার। কারন এটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু আমরা অভিযান শুরু করলে আমাদের উপর প্রায় দুই হাজার লোক হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করেছে। এই ভাটা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানান তিনি।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS