বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের সামাজিক সুরক্ষা সেবা সমুহের বরাদ্দ প্রাপ্ত বিষয়ে আলোচনা সভা

ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের সামাজিক সুরক্ষা সেবা সমুহের বরাদ্দ প্রাপ্ত বিষয়ে আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেকস/ইপার এর সহযোগিতায় ক্ষুদ নৃ-তাত্বিক জনগোষ্ঠীদের সামাজিক সুরক্ষা সেবা সমুহের বরাদ্দ ও বন্টন ব্যবস্থা বিষয়ে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বেলা ১১ টায় আড়ানগর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো.তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আদিবাসীদের যৌক্তিক দাবী-দাওয়া বিষয়ে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান,ডাসকো ফাউন্ডেশনের ধামইরহাট উপজেলা কর্মকর্তা রওনক লায়লা, সিডিও মো. ফজলুল হক, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আদিবাসী নারী মহুরী বালা, সনতি পাহান প্রমুখ।
সম্প্রতি বেসরকারী উন্নয়ন সংস্থার উপজেলার বিভিন্ন স্থানে বাল্য বিবাহ, মাদক, সামাজিক সচেতনতা ও আদিবাসী তথা ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

৪০ বার ভিউ হয়েছে
0Shares