শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মশার কামড় থেকে বাঁচাবে ঘরে থাকা একটি উপাদান

মশার কামড় থেকে বাঁচাবে ঘরে থাকা একটি উপাদান

মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন। কোনোভাবেই এর হাত থেকে নিস্তার মিলছে না। তাছাড়া মশার কামড়ে ডেঙ্গু সহ আরো অন্যান্য মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে পরিবার। যা খুবই কষ্টদায়ক। অন্যান্য রোগের চাইতে বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি বেড়েছে। দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাই এই সময় আমাদের সতর্ক থাকা খুব জরুরি। যেহেতু বাজার থেকে কিনে আনা মশা তাড়ানোর ওষুধ সাস্থ্যের ক্ষতি করে, তাই ভরসা রাখুন ঘরোয়া একটি উপাদের উপর।

মশা কামড় থেকে রক্ষাকারী সেই উপকারী উপাদানটি হচ্ছে নারকেল তেল।  নারকেল তেল বা নারকেলের তৈরি যেকোনো কিছুর সুবাস বা ঘ্রাণ আমাদের ভালো লাগলেও, মশার নারকেলের গন্ধ নাকি মোটেই পছন্দ নয়। তাই সন্ধ্যায় বাইরে বসার আগে শরীরে, হাতে-মুখে এই তেল মেখে নিন। দেখবেন তেলের গন্ধে মশা কেমন পালিয়ে যাবে আর সন্ধ্যা হয়ে উঠবে আরো আনন্দময়।

১৫১ বার ভিউ হয়েছে
0Shares