শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশি ২৩ জেলে ফিরিয়ে দিল ভারতীয় কোস্ট গার্ড

বাংলাদেশি ২৩ জেলে ফিরিয়ে দিল ভারতীয় কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরের ভারতীয় সীমানা থেকে উদ্ধার করা ২৩ বাংলাদেশি জেলেকে বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশী কোস্টগার্ড উদ্ধার জেলেদের বুঝে নেয়।

এদিন সন্ধ্যায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারের উপস্থিতিতে ট্রলার মালিক পক্ষের প্রতিনিধি ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ইঞ্জিনের ত্রুটি ও ঝড়ের কবলে পড়ে ২৪ অক্টোবর রাতে ২৩ জন জেলেসহ ‘এফভি জেসমি’ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের জেলেরা ড্রাম ও ভাসমান বস্তু আকড়ে সমুদ্রে ভাসতে থাকে। পরে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইসিজিএস ভিজয়া জেলেদের উদ্ধার করে। বৃহস্পতিবার ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার করা জেলেদের আমাদের কাছে হস্তান্তর করে। উদ্ধার হওয়া এসব জেলের বাড়ি ভোলা জেলার বিভিন্ন উপজেলায়।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS