মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট ও ২জনের কারাদন্ড

সাঁথিয়ায় নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট ও ২জনের কারাদন্ড

জালাল উদ্দিন সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় দুইজনের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিতরা হলেন-উপজেলার চরভদ্রকোলা গ্রামের মৃত মালিক উদ্দিনের ছেলে ফজর আলী ও একই এলাকার মৃত গণি খার ছেলে আবু সাইদ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে শনিবার দুপুড়ে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর-বনগ্রাম জালহাটায় সরকারি নির্দেশনা অমান্য করে মৎস্য প্রজননের ক্ষতিকর কারেন্ট ও চায়না দুয়ারী জাল ক্রয়-বিক্রয় করার অপরাধে প্রায় ৪ হাজার মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয় যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। এ সময় মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ জাল সংরক্ষণ,ক্রয়-বিক্রয় করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ফাড়ি ইনচার্জ ইমতিয়াজ আহমেদ ও অন্যান্য পুলিশ সদস্য। নির্বাহী ম্যাজিট্রেট জানান, দেশীয় প্রজাতির প্রজননক্ষম মাছ ও পোনামাছ সংরক্ষণের লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

৫৯ বার ভিউ হয়েছে
0Shares