বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময়

ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি :: অপরাজিতা নারীর রজিনৈতিক ক্ষমতায়ন নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নারী ও পুরুষ নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোর্শেদা লস্কর, জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব খোকন মল্লিক, নারীনেত্রী রমলা রানী ঘরামী, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, মাহাবুবুর রহমান সেন্টু ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান।

 

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS