
হাকিমপুরের সুমাইয়া আকতার শোভা ঢাকা জাতীয় বিশ্ব বিদ্যালয় থেকে জাতীয় মেধা তালিকায় উত্তির্ণ

৪ Views
মাহবু্ব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরের চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে এক ভূমিহীন দরিদ্র পরিবারের মেধাবী কন্যা সন্তান সুমাইয়া আকতার শোভা ঢাকা জাতীয় বিশ্ব বিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষে বি ইউনিটে ১৬৯ তম উত্তির্ন হয়েছে এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ১৯৭ তম উত্তির্ন হয়েছে।
তাহার ইচ্ছা স্নাতক ডিগ্রি সম্পর্ন করে বি সি এস পরিক্ষায় প্রথম স্হানে পাস করে ফরের ক্যাডারে নিয়োগ হতে চায়।
তাহার বাবা একজন ভ্যান চালক ও তাহার মাতা একজন গৃহিনী বাবা সামছুল ইসলাম ভ্যান চালিয়ে গ্রাম বাসীর সাহায্য করে সুমাইয়া আকতার শোভার লেখা পড়া চালিয়ে যাচ্ছে।
সুমাইয়া আকতার শোভা তার নিজ গ্রামের ডাঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ ইং সালে জি পি এ-৫, ২০২২ ইং সালে স্হানীয় এলাকার পাউশ গাড়া উচ্ছ বিদ্যালয় হতে জিপি এ -৫ ও রাজশাহী সরকারী মহিলা কলেজ থেকে জিপি এ- ৫ পেয়ে উত্তির্ণ হয়েছে।
এ দরিদ্র পরিবারের মেধাবী কন্যা সন্তানের লেখা পড়া জিবন শেষ করে ভাল ভাবে তাহার মনের ইচ্ছা পুরন হয় সে জন্য সকলের নিকট দোয়া ও মহযোগিতা চেয়েছেন এ মেধবাী কন্যা সন্তান সুমাইয়া আকতার শোভার বাবা ও মা।